দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার বিকেলের কিছু পর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে হইচই হয়। কারণ আবার একজন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তার জেরে দমদমমুখী পার্ক স্ট্রিট এবং গিরিশ পার্ক লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। কিন্তু এটা নাকি আত্মহত্যার ঘটনা নয় | যে যুবক লাইনে ঝাঁপ মেরেছিল বলে জানা গেছে সে নাকি নিজেই দাবি করেছে, তাঁকে ধাক্কা মারা হয়েছিল | বুধবার সন্ধেয় এসপ্ল্যানেডে ‘আত্মহত্যার চেষ্টা’য় প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ব্যাহত হয়েছিল মেট্রো চলাচল। ভুগতে হয় সাধারণ মানুষকে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পড়ে যাওয়া ব্যক্তি রাজস্থান জয়পুরের বাসিন্দা। পুলিশ দাবি করেছে, ট্রেন ঢোকার আগে অন্য যাত্রীর ধাক্কা খেয়ে ওই ব্যক্তি লাইনে পড়ে গিয়েছিলেন। তার পায়ের উপর মেট্রো চলে যায়। মেট্রোর তরফে অবশ্য জানানো হয়েছে, লাইনে পড়ে যাওয়া ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। তেমনই রিপোর্ট কন্ট্রোল থেকে দেওয়া হয়েছে। ফলে ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন না পড়ে গিয়েছিলেন তা নিয়ে মেট্রো এবং পুলিশের তরফে দুই মত রয়েছে।জানা গেছে, এই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তদন্তের জেরে মেট্রো স্টেশনের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতে পারে। যুবক আদতে সত্যি কথা বলছেন কিনা সেটাও আপাতত স্পষ্ট নয়। পুলিশ মনে করছে, আত্মহত্যার চেষ্টা না হলেও এটা হয়তো ধাক্কা দেওয়ার ঘটনাও নয়। হতে পারে, ভিড়ের মধ্যে কারও অনিচ্ছাকৃত ধাক্কা লেগে সে লাইনে পড়ে গেছে। এখন যুবক কলকাতায় এসে এসেছিলেন কিনা, কেউ সঙ্গে এলে তাঁরা কোথায়, সেইসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।