প্রসেনজিৎ ধর :-ফারাক্কায় শিশুকে ধর্ষণ, খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হল ২ জন। ধৃত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদার। ২ অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়েছে। সরকারি আইনজীবি বিভাস চ্যাটার্জি জানান, দুই ব্যক্তি মিলেই খুন, ধর্ষণ করেছিল এক শিশুকে। ১৩ অক্টোবর দশমীর সকালে ধর্ষণ করে খুন করা হয় শিশুকে। শিশুর শরীরে মিলেছে আঘাতের একাধিক চিহ্ন। আইনজীবীর দাবি, মৃত্যুর পরেও অত্যাচার করা হয়। মরদেহ বস্তায় পুরে রাখা হয়। ১৩ তারিখ ফারাক্কা থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। ঘটনায় জঙ্গিপুরের এস.পি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট | দুই অভিযুক্তকে গ্রেফতার করে যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করোর অভিযোগ ওঠে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিৎ হালদারের (২৩) বিরুদ্ধে। তদন্তে জানা যায়, ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু। সেখানে সে এবং শুভজিৎ মিলে নির্মম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর। তারপর শ্বাসরোধ করে খুন করে নাবালিকাকে। সেই ঘটনারই তদন্ত শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। ১৫ অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট। তার পরে, আজ, বৃহস্পতিবার, ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক।এত দ্রুত ও তৎপর তদন্ত এবং সেই সঙ্গেই নাতিদীর্ঘ বিচার শেষে সাজা ঘোষণা—ভারতীয় বিচারব্যবস্থায় বিরলই বলা চলে। এর আগে সারা দেশেই এই ধরনের বহু মামলার দীর্ঘসূত্রিতা বারবার সমালোচনার মুখে পড়েছে।