দেবরীনা মণ্ডল সাহা:- ডিসেম্বরের শুরুর দিকে নিম্নচাপ বাধা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে বছরের শেষ মাসের মাঝামাঝি সময় থেকে ‘ঝোড়ো ব্যাটিং’ শুরু করেছে শীত। তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে ইতিমধ্যেই। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিল আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়। শুক্রবার শৈত্যপ্রবাহ চলবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান এবং বীরভূমে। সপ্তাহান্ত অর্থাৎ শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতের তাপমাত্রা কমবে। হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও দুই থেকে চার ডিগ্রি কম থাকবে রবিবার পর্যন্ত।উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে। সকালের দিকে কুয়াশার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আপাতত উত্তর বা দক্ষিণ, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার দাপটে সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া।দক্ষিণবঙ্গে ইতিমধ্যে জাঁকিয়ে শীত পড়েছে। ১৫ তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়া বইবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Hindustan TV Bangla Bengali News Portal