দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার।দ্বাদশ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার – তিন কোর্সে ভর্তির জন্য নেওয়া হয় এই প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in-এ।দ্বাদশ শ্রেণির পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মেসি, আর্কিটেকচার-সহ একাধিক শাখায় চার বছরের কোর্সে ভর্তি হতে পারেন ছাত্রছাত্রীরা। প্রতি বছর এই পরীক্ষার পর মেধাতালিকা ও কাউন্সেলিংয়ের ভিত্তিতে বিভিন্ন কলেজে নানা শাখায় ভর্তি করা হয় পড়ুয়াদের। ২০২৫ সালে এই পরীক্ষা হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে কবে থেকে পরীক্ষার্থীরা আবেদন জানাবেন, আবেদনের শেষ তারিখ কবে – এই সমস্ত তথ্য মিলবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
উল্লেখ্য, গত বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি ছিল। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। সেখানে ২০২৪ সালে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৪২,৬৯২। মোট আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পায় ১৭,৭৭৩।
Hindustan TV Bangla Bengali News Portal