দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুজয়কৃষ্ণ ভদ্রকে সশরীরের হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ করে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। নির্দেশ এই যে, কালীঘাটের কাকুকে সশরীরে হাজির করিয়ে হেফাজতে নিতে পারবে সিবিআই।আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি। ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১৮ ডিসেম্বর সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
স্বাভাবিকভাবেই সেখানে থাকতে হবে কালীঘাটের কাকুকে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যাঁরা গ্রেফতার হয়েছিলেন, যাঁদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র স্পেশ্যাল কোর্ট। ডিসেম্বরের ১৮ তারিখ সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় কোর্ট।