নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- বিতর্কিত মন্তব্য করে তৃণমূলেই চাপে পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷শনিবার এক অনুষ্ঠানে সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পুরমন্ত্রী৷ বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করেন, সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হবে৷ কলকাতার মেয়রের এই মন্তব্যে বিতর্ক শুরু হয়৷ এ দিন এই মন্তব্যের কড়া নিন্দা করে বিবৃতি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ দল যে কোনও ভাবেই ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে অনুমোদন করে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ফিরহাদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তা অবশ্য তৃণমূলের তরফে পরিষ্কার করে জানানো হয়নি। কিন্তু পুরো বিষয়টায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে ফিরহাদের উপরে চূড়ান্ত বিরক্ত, তা স্পষ্টতই বোঝা গিয়েছে। যিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, ‘আমরা এমন একটা সম্প্রদায়ের লোক, যে সম্প্রদায়….বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়।’
ফিরহাদ বলেছিলেন, ‘আমরা নিজেদের সংঘ্যালঘু হিসেবে বিবেচনা করি না। আমরা ভাবি যে আমাদের উপরে যদি আল্লাহের রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্লাহের কৃপা হবে।’তৃণমূলের পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে, ‘গত পরশু দিন একটি অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তার থেকে তৃণমূল কংগ্রেস পরিবার দৃঢ় ভাবে নিজেদের বিচ্ছিন্ন করছে এবং ওই মন্তব্যের তীব্র নিন্দা করছে৷ এই ধরনের মন্তব্যে দলের অবস্থান এবং আদর্শের প্রতিফলন ঘটে না৷ শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমাদের দলের দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে৷ পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনও মন্তব্যের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’
Hindustan TV Bangla Bengali News Portal