নিজস্ব সংবাদদাতা :- চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী তথা মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ব্যারাকপুর আনন্দপুরী সি রোডে তাঁর পুত্রের বাড়িতে এসেছেন। মঙ্গলবার বিকেলে রবীন্দ্র বাবুর সঙ্গে সাক্ষাৎ করে সংবর্ধনা জ্ঞাপন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হাজির ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজ, বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলাদেশে সনাতনীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে উনি লড়াই করছেন।ওপার বাংলায় মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ওনার লড়াই দেখে নিশ্চিতভাবে গোটা পৃথিবীর মানুষ অনুপ্রাণিত হবেন। উনি যতদিন এদেশে থাকবেন, ততদিন যেন ওনাকে রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়। রাজ্য সরকার ওনার নিরাপত্তার ব্যবস্থা না করলে কেন্দ্রীয় সরকারকে বলবো ওনাকে নিরাপত্তা দিতে।
Hindustan TV Bangla Bengali News Portal