Breaking News

ভোট গণনায় নজিরবিহীন ‘বাউন্সার’ নিরাপত্তা, টানা ৭ বার আইএমএ-র রাজ্য সম্পাদক হলেন শান্তনু!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) নির্বাচনে ফের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন তৃণমূল নেতা শান্তনু সেন। এ নিয়ে টানা সাতবার তিনি আইএমএ’র রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন। গত দু’মাস ধরে ভোট চলার পর বুধবার ভোট গণনা হয়। তাতে দেখা যায়, শান্তনু সেন পেয়েছেন ৪৩০টি ভোট এবং তাঁর বিপক্ষে পড়েছে ১১৬ টি ভোট। গণনাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় এদিন পুলিশ এবং বাউন্সার রাখা হয়েছিল। যা নজিরবিহীন বলেই জানাচ্ছে চিকিৎসক মহল।শান্তনু সেনের এই জয় কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং তৃণমূলপন্থী চিকিৎসকদের জন্যও একটি বড় জয়। তাঁর প্রতিদ্বন্দ্বী সুকান্ত চক্রবর্তী, যিনি বামপন্থী এবং বিজেপিপন্থী গোষ্ঠীর সমর্থক, তিনি ভোটে পরাজিত হয়েছেন। শান্তনু সেন পেয়েছেন ৪৩০টি ভোট, যেখানে সুকান্ত চক্রবর্তী পেয়েছেন মাত্র ১১৬টি ভোট। আইএমএ রাজ্য শাখার এই নির্বাচন প্রায় দুই মাস ধরে চলছিল এবং ভোট গণনা চলাকালীন এই বিশেষ সুরক্ষাব্যবস্থা রাখা হয়।নির্বাচনের ফলাফলের পর তৃণমূলপন্থী চিকিৎসকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ভোট গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তৃণমূলপন্থী চিকিৎসকরা আনন্দ প্রকাশ করেন এবং তাঁদের মতে, “যে সমস্ত বামপন্থী চিকিৎসকরা তিলোত্তমাকাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে সরকার বিরোধী আন্দোলন তীব্র করার চেষ্টা করেছিলেন, সেই সমস্ত চিকিৎসকদের নির্বাচনীয় প্রার্থী হওয়ার পর তারা পরাজিত হয়েছেন।” এই নির্বাচন তৃণমূলের পক্ষে একটি বড় কৌশলগত জয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *