Breaking News

জিনিস পৌঁছতে এসে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ,শ্রীরামপুরে গ্রেফতার অনলাইন সংস্থার ডেলিভারি বয়!ঘটনায় উদ্বেগ প্রকাশ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা :- শ্লীলতাহানির অভিযোগ এবার ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অনলাইনে সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনটি ঘটেছে শ্রীরামপুরে। পুলিসের হাতে গ্রেফতার ডেলিভারি বয়। পুলিসের সূত্র্রের খবর, ইতিমধ্যেই ধৃতকে আদালতে পেশ করা হবে। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় |পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুরের এক পরিবার অনলাইন অ্যাপে পোশাক অর্ডার করেছিল। বুধবার যখন ডেলিভারি বয় আসে, বাড়িতে ওই নাবালিকা একা ছিল। সে ডেলিভারি বয়কে জানায়, বাড়িতে কেউ নেই। পরে আসতে। কিন্তু ওই যুবক বলে, ওটিপি বলতে পারলে অর্ডার ডেলিভারি করে চলে যাবে। ওই নাবালিকার কাছে ওটিপির ফোন ছিল না। অভিযোগ, সেই সময় ডেলিভারি বয় নাবালিকাকে জানায়, কম্পিউটারে দেখে নিতে। ইমেলে গিয়েছে ওটিপি। নাবালিকা কম্পিউটারে তা দেখতে গেলে ওই যুবক তার সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করে বলে অভিযোগ। এর পরই ওই নাবালিকা মাকে ফোন করে সবটা বলে। সেই রাতেই থানায় যায় ওই পরিবার। পুলিশ তদন্তে নেমে ওই ডেলিভারি সংস্থার থেকে যুবকের পরিচয় পায়। রাতেই তাকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হয় ধৃতকে।বৃহস্পতিবা সোশ্যাল মিডিয়ায় কল্যাণ লেখেন, ‘আমি সকলের কাছে আবেদন করব, বাড়িতে বাচ্চা একা থাকলে, কোনও ডেলিভারি পার্সোনেলকে ভিতরে ঢুকতে দেবেন না। সম্প্রতি শ্রীরামপুরে আমি এ রকম এক ঘটনার কথা জানতে পেরেছি। এক ডেলিভারি বয় বাড়িতে ঢুকে এক নাবালিকার সঙ্গে খারাপ ব্যবহারের চেষ্টা করে। শ্রীরামপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমার অনুরোধ বাড়ির বাচ্চাদের নিরাপদে রাখতে আরও বেশি করে নজরদারি বাড়ান, আগাম সতর্কতা নিন।’ শ্রীরামপুর পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *