Breaking News

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অসুস্থতায় গরহাজির ‘কালীঘাটের কাকু’,হল না চার্জগঠন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার ইডির বিশেষ আদালতে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ফলে নির্ধারিত সময়ে মামলায় অভিযুক্ত হিসেবে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে একজন গরহাজির হওয়ায় এদিন চার্জগঠন স্থগিত রাখা হল। যে বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণকে ভর্তি করা হয়েছে, তাদের থেকে মেডিক্যাল রিপোর্ট চাইলেন ইডি আদালতের বিচারক। ২ জানুয়ারির মধ্যে সেই রিপোর্ট পেশ করতে হবে আদালতে। তারপর ফের শুরু হতে পারে চার্জগঠনের প্রক্রিয়া। সূত্রের খবর, কালীঘাটের কাকু আচমকা অসুস্থ হয়ে পড়েন আদালতের হাজিরার আগেই। তাঁকে প্রাথমিকভাবে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে তাকে জরুরী বিভাগে রাখা হয়। পরে অন্যত্র স্থানান্তরিত করা হয়। তার এমআরআইয়ের ব্যবস্থা করা হবে বলে খবর। পরে আবার বেসরকারি হাসপাতালে ভর্তির চিন্তাভাবনা করা হয়। তার সোডিয়াম ও পটাশিয়ার লেভেলের কিছু অসংগতি রয়েছে বলে খবর। কেমন যেন আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। এদিকে প্রাথমিক দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় সোমবার চার্জ গঠন হওয়ার কথা ছিল। তবে সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। তার জেরে স্বাভাবিকভাবেই চার্জ গঠন পিছিয়ে যায়। ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালতে আসতে পারেননি তিনি। তার জেরে চার্জগঠন পিছিয়ে যায়।সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে জানিয়ে দেন, সকালে আদালতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে এসএসকেএমে ভর্তি করা হয়।বিচারক বলেন, আমি আজ চেষ্টা করেছিলাম। কিন্তু চার্জ গঠন হল না। সাধারণত চার্জগঠনের দিনে আদালতে হাজির হতে না পারলে চার্জ গঠন পিছিয়ে যায়। এদিন আদালতে হাজির হতে পারলেন না কালীঘাটের কাকু। তার জেরে চার্জগঠন স্থগিত হয়ে গেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *