প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন ঝামেলা। আর তার জেরে খাস কলকাতায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি | হরিদেবপুর এলাকার ঘটনায় আটক এক যুবক। কী কারণে সে আচমকা বন্দুক হাতে হামলা চালাতে উদ্যত হল, তা অজ্ঞাত। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষজন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। হরিদেবপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠের পাশে দুই গোষ্ঠীর মধ্যে তাণ্ডব শুরু হয়। পরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ ওঠে। পুলিশে খবর দেওয়ার পর ১ জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে তা স্পষ্ট নয়। যাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই ব্যক্তিদের চেনেন না বলেও দাবি করেছেন এলাকাবাসীদের একাংশ। হাতে বন্দুক নিয়ে তাড়া করার এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। মাঠে অনেক বাচ্চা আসে, তাদের নিরাপত্তার বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তারামণি ঘাট রোডের পাশে একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। বাইরে থেকেও বিভিন্ন দল এসেছিল খেলতে। স্থানীয়দের দাবি, বাইরে থেকে যেসব দল খেলতে এসেছিল তাদের কয়েকজনের মধ্যেই ঝামেলা শুরু হয়।সম্ভবত পুরনো শত্রুতা বা টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারে মাঠের পাশে খেলা চলাকালীনই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে। বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে।ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয়রা। স্থানীয় জাগরণী সাংস্কৃতিক ক্লাবের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। কোথা থেকে অস্ত্র পেল আটক যুবক, তা জানতে মরিয়া তদন্তকারীরা।