নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পুলিশকে হেনস্থার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। ২৭ জানুয়ারী পর্যন্ত তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। মুখ্যমন্ত্রীকে কটূক্তি করায় বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অর্জুন সিংকে তলব করেছিল। অভিযোগ গত ২১ ডিসেম্বর ভাটপাড়া থানার ওসি অর্জুন সিংকে নোটিস দিতে গেলে হেনস্থা হন। এরপরই শত প্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে ভাটপাড়া থানা। এই অভিযোগের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সেই মামলায় আবেদনের উপর ২৭ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল। এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় ৮ জানুয়ারি পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের। পাশাপাশি অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের নামে ৪১ এ ও ৩৫ (৩) তে দেওয়া নোটিশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, বিরোধী দলনেতার খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী-সহ রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজশ থাকার অভিযোগ তোলেন বিজেপি নেতা অর্জুন সিং।ওই মন্তব্যের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তাঁর অভিযোগের ভিত্তিতে বারাকপুরের প্রাক্তন সাংসদকে থানায় তলবও করা হয়েছিল।যদিও আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে বিজেপি নেতা জানিয়ে দেন তিনি হাজিরা দিতে পারবেন না। কারণ দর্শান রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি, তাই ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন।