প্রসেনজিৎ ধর, কলকাতা :-এক সময় নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বাধ্যতামূলক ছিল গ্রিটিংস কার্ড । তবে ইন্টারনেটের এই যুগে সেই জায়গা দখল করেছে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়ার দাপটে হারাতে বসেছে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব ।নতুন প্রজন্মের খুদেরা জানেই না এই গ্রিটিংস কার্ড দেওয়ার রীতি। আগে নতুন বছর মানেই ছিল বন্ধুদের গ্রিটিংস কার্ড দেওয়া। মনের মানুষ থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের গ্রিটিংস কার্ড দিয়ে জানান হত শুভেচ্ছা বার্তা। নিউ ইয়ার আসলেই দোকানে দোকানে দেখা মিলত নানা রঙের গ্রিটিংস কার্ড। টিফিনের টাকা বাঁচিয়ে পড়ুয়ারা কিনত সে কার্ড। সেই কার্ড কিনে তার ভিতরে লেখা হত কত ছোট ছোট কবিতা।এবারও রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু বিক্রেতা গ্রিটিংস কার্ড বিক্রিতে উদ্যোগী হয়েছিলেন। বিক্রিবাটা হবে ভেবে পসরা সাজিয়েছিলেন দিন কয়েক আগে থেকেই। বিশেষত স্কুলগুলির সামনের দোকানগুলিতে কার্ডের পসরা সাজানো হয়েছিল। কিন্তু সেই আশাও কার্যত পূরণ হয়নি। বছরের শেষ দিনেও হাতেগোনা কয়েকটি কার্ডই বিক্রি হয়েছে। নতুন বছরের প্রথম কয়েক দিনে সেই বিক্রিও যে অনেক হবে। এমন আশা করছেন না ব্যবসায়ীরাও। লাভ তো কিছুই নেই। উল্টে দোকান সাজানোর পরিশ্রম রয়েছে,এমন জানাচ্ছেন দোকানিরা।