Breaking News

বান্ধবীকে ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ,পুলিশের জালে গ্রেফতার গড়ফার ছাত্র!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বান্ধবীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল গড়ফা থানা এলাকায়। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারিনীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে ঘটনার ১০ দিন পর কেন অভিযোগ দায়ের হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারিনী ২ জনেই মেধাবী ছাত্র। অভিযোগরিনী ইঞ্জিনিয়ারিং পাঠরত। অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্কুলের এক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়। বন্ধু তাকে গড়ফার ফ্ল্যাটে গল্প করতে ডাকে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে গত ২১ ডিসেম্বর ফ্ল্যাটে যান তিনি। তরুণীর অভিযোগ, সেখানে প্রাথমিক কথাবার্তার পর যুবক তাঁকে কোল্ড ড্রিংকস খেতে দেন। সেই কোল্ড ড্রিংকস খেতেই অচেতন হয়ে পড়েন তরুণী। জ্ঞান যখন ফেরে তখন তিনি বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার ঘটনার কথা জানিয়ে বাগুইআটি থানায় অভিযোগ করেন তিনি। কেন ঘটনার ১০ দিন পরে অভিযোগ দায়ের করলেন তরুণী? যদিও অভিযোগকারিনীর দাবি, ঘটনার অভিঘাত সামলাতে সময় লেগেছে তাঁর। তবে এতদিন পরে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ কতটা পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন থাকছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *