দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য বড় ধাক্কা। দিনের শেষ মেট্রো পরিষেবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করলেন মেট্রো কর্তৃপক্ষ। আগে সাময়িকভাবে স্থগিত রাখা হলেও এবার সিদ্ধান্ত কার্যকর হল। ১ জানুয়ারি থেকেই শেষ মেট্রোয় উঠলে দিতে হবে ন্যূনতম ২০ টাকা ভাড়া।রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতোদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই। মেট্রো কর্তৃপক্ষ বার বার দাবি করেছে, আশানুরূপ যাত্রী হচ্ছে না। এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে হত। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে ২০ টাকা ভাড়া দিতে হবে। ১৫, ২০ এবং ২৫ টাকা ভাড়া ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া। মেট্রো কর্তৃপক্ষের দাবি, শেষ মেট্রো পরিষেবায় যাত্রীসংখ্যা আশানুরূপ নয় এবং এই পরিষেবা চালাতে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নিতেই এই অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে।