Breaking News

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তুলকালাম!বছরের প্রথম দিন ভাঙড়ে আরাবুলের ওপর হামলার অভিযোগ

প্রসেনজিৎ ধর,কলকাতা :- তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে ‘আক্রান্ত’ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হল পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে তাঁর গাড়ির একাংশ ভাঙল। বছরের পয়লা দিনে এ নিয়ে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটতে হল পুলিশকে। পুরো ঘটনার জন্য তৃণমূল নেতাকেই দায়ী করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস। তার কারণে নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠান থাকে। স্থানীয় সূত্রে খবর, হাতিশালার ওয়াড়ি এলাকায় এক অনুষ্ঠানে দলীয় পতাকা তুলতে যাচ্ছিলেন আরাবুল। সেই সময়ই তাঁর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুরের পাশাপাশি অকথ্য গালিগালাজও চলে। গোটা ঘটনা শওকত মোল্লার অনুগামীরা ঘটিয়েছেন বলেই দাবি করা হচ্ছে। যদিও সেই অভিযাগ অস্বীকার করেছেন শওকত।আরাবুলের গাড়িতে হামলার পরই দুই পক্ষ ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়ে। বচসা থেকে হাতাহাতি সবই হয়। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ। তবে তাঁদের উপস্থিতিতেও প্রাথমিকভাবে অশান্তি না থামায় শুরু হয় লাঠিচার্জ। দীর্ঘক্ষণ পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও এলাকা থমথমে। দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। অভিযোগ, আরাবুলকে আটকাতেই তাঁর গাড়িতে হামলা করা হয়েছে। গাড়িতে পাথর ছুড়ে কাচ ভাঙা হয়েছে বলেও অভিযোগ। আরাবুল অবশ্য এই ঘটনা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *