দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বুধবার সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। নতুন বছরের প্রথম দিনেই নিউটাউন ৩ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করল পুলিশ।পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিসের। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম কালী প্রামানিক। উদয়ন পল্লী,মহিষবাথানের বাসিন্দা তিনি৷ ২০২৫-র প্রথম দিনে এলাকা থেকে এভাবে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷পুলিস সূত্রে খবর, বছর প্রথম সকালে প্রাতঃভ্রমণকারীরা প্রথম দেখতে পায় যে নিউটাউনের তিন নম্বর ট্যাংক সংলগ্ন একটি খালের পাড়ে গাছের মধ্যে এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ রয়েছে। খবর পেয়ে নিউটাউন থানার পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।