প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় আবার পিটিয়ে খুন| সল্টলেকের মহিষবাথানে এক যুবককে বর্ষবরণের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ওই যুবক ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন। তাঁর বন্ধুদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। কয়েক জনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এক জনকে গ্রেফতারও করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)। মহিষবাথানের উদয়ন পল্লির বাসিন্দা ছিলেন তিনি। তাঁর পরিবারের সদস্যরা জানান, ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ এক বন্ধু ফোন করেছিলেন সুব্রতকে। তারপরেই বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের লোকজন। হলেও যুবক বাড়ি ফেরেননি দেখে পরিবারের লোকজন। খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। বারবার ফোন করা হলেও তাঁকে ধরা যায়নি।পয়লা জানুয়ারি বুধবার ওই এলাকা থেকেই গুরুতর জখম অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ওইদিন দুপুরেই মৃত্যু হয় সুব্রতর। তাঁর পরিবারের অভিযোগ,পরিকল্পনা করে বন্ধুরাই খুন করেছে তাঁদের বাড়ির ছেলেকে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। সেই মারেই মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ওই যুবকের কয়েকজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।
Hindustan TV Bangla Bengali News Portal