Breaking News

মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই উঠল নিষেধাজ্ঞা, এবার ২৪ ঘণ্টাই মা উড়ালপুলে চলবে বাইক, মানতে হবে কিছু শর্ত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে যেমন ধমক দিয়েছেন, তেমনই ভাল-সৎ অফিসারদের কাজের সুযোগ করে দেওয়ার কথাও বলেন। শুধু তাই নয়, তীব্র ভর্ৎসনা করেন পুলিশি সিদ্ধান্ত নিয়ে। বলেন, ‘সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কেবল একটাই কাজ, বন্ধ করে দেওয়া।’এরপর রাতারাতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা ট্র্যাফিক পুলিস |আগে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উড়ালপুলে বাইক স্কুটার চলাচল নিষিদ্ধ ছিল। ২০২৪ এর ডিসেম্বরের তৃতীয় রবিবার উড়ালপুলের বাইক দুর্ঘটনার পর এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত করা হয়। আজ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু এখানেও রয়েছে শর্ত।বাইকের গতির ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট গতি মেনেই বাইক চালাতে হবে। না হলে হবে জরিমানা। হেলমেট বাধ্যতামূলক। এমনকি আরোহী শিশু হলেও তার মাথায় হেলমেট ব্যবহারের বিজ্ঞপ্তি দিয়ে বড় ফ্লেক্স লাগানো হয়েছে উড়ালপুলের একাধিক ওঠার পয়েন্টে।মুখ্যমন্ত্রীর মতে, বাইক স্কুটার নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন। সবার গাড়ি কেনার ক্ষমতা নেই। মূলত তারই ইচ্ছায় প্রায় দেড় বছর আগে বিদ্যাসাগর সেতুতে টু হুইলারের ওপর টোল নেওয়া বন্ধ করেছে প্রশাসন। টোল প্লাজায় বাইক স্কুটারের ফ্রি স্কিপ জোন তৈরি হয়েছে।মমতার নির্দেশের পরই প্রশাসন জানিয়ে দিল, সল্টলেক, সেক্টর ফাইভে একাধিক হাসপাতাল রয়েছে। মেডিকেল ইমারজেন্সি-সহ মানুষের সুবিধার কথা ভেবে ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল মা উড়ালপুল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *