Breaking News

‘আরজি কর কাণ্ডের সময় অভিষেক ছিলেন না, ভুল বোঝাবুঝি হচ্ছে!’ মতপার্থক্য নিয়ে বিতর্কের পরেও নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শিল্পী বয়কট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন৷ অভিষেক শিল্পী বয়কটের বিরোধিতা করলেও আরজি কর কাণ্ডের সময় যে শিল্পীরা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বকে কটূ কথা বলেছেন, তাঁদের বয়কটের পক্ষেই সওয়াল করেন কুণাল৷ অভিষেকের সঙ্গে তাঁর মতপার্থক্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেও অবশ্য নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ৷এই ইস্যুতে ফের মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “সেনাপতি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ভুল বুঝেছেন, চাইলে ব্যাখ্যা দিয়ে আসব।” শিল্পী বয়কট ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মতপার্থক্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘কাদের, কেন বয়কট করতে বলেছি, তা অভিষেক বন্দোপাধ্যায় জানতে চাইলে জানিয়ে দেব। অভিষেক অসুস্থতার কারণে বাইরে ছিল, তাই একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আরজি করের গোটা সময়টায় অভিষেক অসুস্থতার কারণে বাইরে ছিলেন৷ কুৎসা, চক্রান্ত আমরা যাঁরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব৷’বর্ষবরণের অনুষ্ঠানে তৃণমূলের তরফে নানা জলসা ও অনুষ্ঠান শুরু হতে গত সোমবার সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লিখেছিলেন, “তিনমাস আগে ‘চটিচাটা’, সরকার ফেলে দেব, বাংলাদেশের মতো নবান্নের ছাদ থেকে হেলিকপ্টারে করে পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওঁরা ডাকলেই আসবেন। কিন্তু ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন।” শিল্পী বয়কট ইস্যুতে মুখ খোলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শিল্পীদের বয়কট করা নিয়ে দলের পক্ষ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ যদিও এদিন কুণাল অভিষেকের সেই দাবি খারিজ করে দিয়ে বলেন, কোন শিল্পীদের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না তার তালিকা দিয়ে তৃণমূলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকাও দেওয়া হয়েছে৷ কুণাল বলেন, ‘উত্তর কলকাতার যুব তৃণমূলের হোয়টসঅ্যাপ গ্রুপে সার্কুলার নেই? ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন না এ রকম কোনও সার্কুলার দলের পক্ষ থেকে তিনি পেয়েছেন কি না?’কুণালের দাবি, শিল্পীদের বয়কট করা নিয়ে তিনি যা বলেছেন কর্মীদের আবেগের কথা ভেবেই বলেছেন৷ নিজের অবস্থানে অনড় থেকে তৃণমূল নেতা বলেন, ‘এর পরেও কুকথা বলা শিল্পীরা মঞ্চে উঠলে হাততালি দিয়ে তাঁদের নামিয়ে দিন৷’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *