Breaking News

অভিষেক বন্দোপাধ্যায়ের নাম করে তোলাবাজির মামলা!বিজেপি বিধায়ককে ফের তলব পুলিশের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- তোলাবাজির অভিযোগের মামলায় ফের তলব করা হল বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে’কে। আগামী ৮ জানুয়ারি তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে উঠেছিল কোচবিহারের এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে ফের তলব করা হয়েছে। এর আগে তাঁকে ৩০ ডিসেম্বর তলব করা হয়েছিল। কিন্তু, সেই সময় তিনি হাজির এড়িয়ে গিয়েছিলেন। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, গত ২৭ ডিসেম্বর, তাঁকে ফোন করে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে কোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তাঁর আরও দাবি, যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন বলে ফোনে বলা হয়েছিল। যে মোবাইল নম্বর দিয়ে ফোন করা হয়েছিল সেটির লোকেশন ট্র্যাক করে দেখা যায়, হুগলি থেকে ফোনটি এসেছিল। পালটা চেয়ারম্যানকে দিয়ে প্রতারকদের টোপ দেয় পুলিশ।যে নম্বরে ফোন এসেছিল সেই নম্বরে চেয়ারম্যান ফোন করে তাদের দাবিমতো টাকা দিতে রাজি বলে জানিয়ে এমএলএ হস্টেলে ডাকেন ওই প্রতারকদের। এমএলএ হস্টেলে বিজেপি বিধায়ককে দিয়েই ইমরান শেখ নামে এক যুবক ঘর বুকিং করেছিল। কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র ঘরটিই বুক করা হয়েছিল। এই তথ্য সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় । ঘটনা খতিয়ে দেখা হবে বলেই জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর শেক্সপিয়র সরণি থানার পুলিশ তলব করে বিধায়ককে। সোমবার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনে তিনি পুলিশি তলবে থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। তবে পরে তিনি কিছুটা সময় চেয়ে তখন হাজিরা এড়িয়ে যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *