নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রায় আড়াই মাস পর দেশে ফিরলেন ৯৫ জন মৎস্যজীবী। রবিবার দুপুর ১২টা নাগাদ বঙ্গোপসাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়। বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে সোমবার দেখা করলেন মুখ্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করলেন তিনি। এছাড়াও, প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে ১০ হাজার টাকাও তুলে দেন তিনি। বলেন, ‘এতদিন যেহেতু তাঁরা জেলে ছিলেন আমি ১০ হাজার টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ তাঁরা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা গুছিয়ে নিতে পারবেন।’ দু’মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করেন। এর পরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও | আবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীদেরও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কাকদ্বীপ ও নামখানার ওই ৯৫ জন মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে তৎপর হয়েছিল নবান্ন। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করেছিল বাংলাদেশ সরকার। এ ব্যাপারে ৩০ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তিও জারি করে ইউনুস সরকার।