Breaking News

রবীন্দ্র সরোবরে যত্রতত্র পশুদের আর খাবার দেওয়া যাবে না !সরোবর পরিষ্কার রাখতে জারি কড়া নির্দেশিকা

দেবরীনা মণ্ডল সাহা :- কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও একাধিক জায়গায় মানা হচ্ছে না নিয়ম। কলকাতার রবীন্দ্র সরোবরে এবার পশুদের যেখানে সেখানে না খাওয়ানোর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।রবীন্দ্র সরোবরে লেকের জলাশয়ে নোংরা ফেলা, লেকের মধ্যেই প্লাস্টিক ফেলা, পোষ্যদের মলমূত্র ত্যাগ করানো থেকে শুরু করে পশু–পাখিদের যত্রতত্র খাবার খাওয়ানোর অভিযোগ রয়েছে। আর তার ফলে দূষণ থেকে শুরু করে নানা সমস্যার মুখে পড়তে হয় সাধারণ নাগরিকদের। যাঁরা লেকে প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণ করতে আসেন। এবার ফরমান জারি হয়েছে, রবীন্দ্র সরোবর লেকে যত্রতত্র পশুদেরকে আর খাবার দেওয়া যাবে না। এই নিয়ে এবার নিষেধাজ্ঞা জারি করল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)‌।এই বিষয়টি মেনে নিতে পারছেন না পশুপ্রেমীরা। কেন চারটি জায়গায় খাওয়াতে পারা যাবে?‌ তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা। এখন পশুপ্রেমীদের দাবি, কোন কোন জায়গায় খাওয়ানো যাবে সেটা বোর্ডে উল্লেখ করে দিয়ে স্থানগুলি জানানো হয়নি। তাই তাঁদের আশঙ্কা, সঠিকভাবে খাবার না পেয়ে কুকুর উত্তেজিত হয়ে পড়তে পারে। আর তার জেরে কামড়েও দিতে পারে। রবীন্দ্র সরোবরের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের এই নিয়ে সতর্ক দৃষ্টি রাখার দাবিও জানিয়েছেন তাঁরা। যদিও কেএমডিএ সূত্রে খবর, রবীন্দ্র সরোবরে এক নম্বর গেট বুদ্ধ মন্দিরের কাছে, কলকাতা রোয়িং ক্লাব আট নম্বর গেট, নজরুল মঞ্চের কাছে ১১ নম্বর গেট এবং গোলপার্কের কাছে ১২ নম্বর গেটে খাওয়ানোর জন্য নির্দিষ্ট করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *