প্রসেনজিৎ ধর, হুগলি :- হুগলি জেলার অন্তর্গত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো বহির্বিভাগ এখন সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। কারণ এই ভাঙাচোরা ভবনে কেউ আসে না। তাই সেখানে দিনে–রাতে মদ্যপান করা থেকে শুরু করে গাঁজার নেশা করতে দেখা যায় সমাজবিরোধীদের বলে অভিযোগ। এই পরিত্যক্ত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো বহির্বিভাগ থেকে চুরি হয়ে গিয়েছে দরজা–জানালা। এমন অবস্থার সুযোগ নিয়ে দেদার মদের ফোয়ারা তুলছে সমাজবিরোধীরা বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো এই বহির্বিভাগ দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত। তবে জিটি রোডের পাশের এই ভবনটি স্টেট জেনারেল হাসপাতালের অধীনেই আছে। তারপরও সরকারি ভবনে সমাজবিরোধী কার্যকলাপ চলছে কী করে, সেই প্রশ্ন উঠছে। এই বিল্ডিংটির পাশেই আছে কয়েকটি বহুতল। এবং প্রখ্যাত স্বর্ণবিপণির শোরুম। স্থানীয়রা জানাচ্ছেন, বহুতল থেকে অনেক মহিলাই রাতে বাজারে আসেন। ওই স্বর্ণবিপণির অনেক মহিলাই রাতে কাজ শেষে বাড়ি ফেরেন। কোনও ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে বলে প্রশ্ন করছেন তাঁরা।এদিকে এই কাজ চলতে থাকায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, সমাজবিরোধী এবং নেশাখোরদের এটা জায়গা উঠেছে। তাই দিনের বেলাতেও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পুরনো বহির্বিভাগে এসে জড়ো হয় সমাজবিরোধীরা। শীতের মরশুমে মদ্যপান এবং গাঁজা টানতে দেখা যায় তাদের বলে অভিযোগ। কিন্তু কেউ সাহস পায় না কিছু বলার। কারণ ওই সমাজবিরোধীদের কাছে ছুরি, চাকু, লোহার রড–সহ নানা জিনিস রয়েছে। এখানে দিনের বেলায় বসছে মদ্যপানের আসর। আর এই জীর্ণ বিল্ডিং রয়েছে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।