Breaking News

মকর সংক্রান্তির পুণ্যস্নানে পুণ্যার্থীর ঢল, নিশ্ছিদ্র নিরাপত্তায় তৎপর প্রশাসনও!

বাবলু প্রামাণিক,দক্ষিণ ২৪ পরগনা:- কথায় আছে ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। অর্থাত্‍, সব তীর্থে বারবার গিয়ে যে পূণ্যলাভ হয় গঙ্গাসাগর মেলায় একবার গিয়ে এসে সেই পরিমাণ পূণ্য অর্জন সম্ভব।মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হয় মকর সংক্রান্তির পুণ্যস্নান। এই পুণ্য তিথিতে রাজ্য-সহ দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় করেন অসংখ্য পুণ্যার্থী। এর মধ্যে সবথেকে বেশী তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে। মাঘী পুর্ণিমা পর্যন্ত পুণ্যস্নান চলবে আরও বহু তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস। তীর্থযাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে যারমধ্যে ৪ জনই উত্তর প্রদেশের বাসিন্দা। মোট ৯ জনকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলার শেষ দিনেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সোচ্চার হন অরুপ বিশ্বাস। একহাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও। রাজ্য এই মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোনো যোগাযোগ করেনি বলে তিনি মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতেই পালটা আক্রমণ অরুপ বিশ্বাসের। তিনি বলেন রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিক নেই। এর পাশাপাশি কুম্ভ মেলায় উত্তর প্রদেশের বিনিয়োগ ও আয় নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান ভোটের কথা মাথায় রেখে আমরা এই মেলার আয়োজন করি না। সরকার সামাজিক দায়বদ্ধতা থেকে মেলার আয়োজন করে। সবকিছুতেই লাভ খোঁজার প্রয়োজন নেই বলে জানান তিনি।সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরি সুশৃঙ্খল ও নিরাপদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশবান্ধব মেলা বলে দাবি রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের। মেলায় প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। পরিবর্তে জুট ও কাগজের ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক বোতল কাটার জন্য ৪টি মেশিন রয়েছে বলেও জানান তিনি। মেলা প্রাঙ্গলে ১০০টি সৌরবিদ্যুত চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে। সমুদ্রতট সবসময় পরিষ্কার রাখার জন্য ৩ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। জীবানু মুক্ত করতে ১ লক্ষ ৫৩ হাজার লিটার পরিবেশবান্ধব জীবানু স্প্রে করা হয়েছে। মেলায় আইনশৃঙ্খলার প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের। মোট ১৩ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল। এখনো পর্যন্ত ৪৫৫টি পকেটমারির ঘটনা ঘটলেও ৪৩২টি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অপরাধে মোট ৮৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মেলায় এসে নিখোঁজের সংখ্যা ৬৬৩২ জন যার মধ্যে ৬৬২৭ জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *