প্রসেনজিৎ ধর, হুগলি :-রিষড়ায় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পরিবারের দাবি, মোবাইল চুরি নিয়ে এক যুবকের সঙ্গে বচসা হয়েছিল অভিষেকের। জন্মদিনের পার্টিতে তাঁকে জোর করে মদও খাওয়ানো হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিষেক পাসওয়ান,বয়স ২২ বছর। তিনি রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় সুকলি গলিতে ছুরিকাহত হন যুবক। সেখান থেকে কিছুটা এগিয়ে রাস্তার ধারে পড়েছিলেন তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন, “কোথায় ছুরি মারা হয়েছে জানি না। পাড়ার মধ্যে পড়েছিল অভিষেক। পেটে ছুরির আঘাত ছিল। আমরা কাপড় বেঁধে টোটো করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন, ‘‘অন্য কোথাও ছেলেটিকে ছুরি মারা হয়েছে জানি না। পাড়ার মধ্যে পড়েছিল। পেটে ছুরি দিয়ে মারা হয়েছে তাঁকে। আমরা কাপড় বেঁধে টোটো করে হাসপাতালে নিয়ে আসি।’’ মৃত যুবকের বোন কবিতা পাসোয়ান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন যুবক। তখনই তাঁকে ছুরি দিয়ে মারা হয়েছে। পরিবারের দাবি, কয়েক দিন আগে স্থানীয় এক যুবকের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে জোর করে মদ খাইয়ে দেওয়া হয়েছিল অভিষেককে। তার পর থেকেই তাঁর সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় কয়েক জনের। পরিবারের আরও দাবি, অভিষেকের মোবাইল চুরি হয়েছিল। তা নিয়ে ছোটু সাউ নামে এক জনের সঙ্গে ঝামেলা হয়েছিল। তাঁরাই এই কাজ ঘটিয়েছেন।তবে কী কারণে যুবককে খুন করা হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুবকের কোনও গোপন শত্রু ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য, প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে |
Hindustan TV Bangla Bengali News Portal