Breaking News

বকখালি পালিয়েও শেষরক্ষা হল না,বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার!

 

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনার দুদিনের মধ্যে গ্রেপ্তার প্রোমোটার। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন জেলা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে বকখালি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার বহুতল বিপর্যয়ের পর তিনি বকখালিতে গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ফ্রেজারগঞ্জ থানার পুলিশের জালে সুভাষ রায় নামে ওই প্রোমোটার।গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল৷ ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার৷ অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে৷ শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার৷মঙ্গলবার বাঘাযতীনের ওই বহুতল হেলে পড়ার পরই গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায়৷ তাঁর বাড়ি দোকান বিভিন্ন জায়গায় হানা দেয় কলকাতা পুলিশ। মোবাইল ফোন সুইচ অফ থাকায় প্রাথমিকভাবে বেগ পেতে হয় পুলিশকে। সুভাষবাবুর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই বকখালি এলাকায় সুভাষ বাবুর গতিবিধির খোঁজ পায় পুলিশ৷এর পরই ফ্রেজারগঞ্জ থানাকে এই খবর জানানো হয়৷ এ দিন ফ্রেজারগঞ্জ থানার পুলিশই বকখালি এলাকার ওই হোটেলে হানা দিয়ে সুভাষবাবুকে প্রথমে আটক করে পুলিশ৷ পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *