Breaking News

আদালতে পাশাপাশি কথা হল পার্থ-অর্পিতার!অর্পিতাকে পার্থ বললেন, ‘আসি, তুমি ভাল থেকো’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালত চত্বরে দেখা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। কলকাতার বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর বান্ধবী অর্পিতা। কিছুক্ষণের বার্তালাপের পর অর্পিতার উদ্দেশে পার্থ বলেন, “আসি, তুমি ভাল থেকো।”বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। পার্থ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। আদালতে উপস্থিত ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। আদালত কক্ষ থেকে বেরনোর সময় মামলা সংক্রান্ত খোঁজখবর নিতে আইনজীবীর সঙ্গে কথা বলতে দাঁড়ান। প্রায় মিনিট দশেক কথা হয়। সেই সময় অর্পিতাও চলে আসেন। পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন দুজনে। আদালত ছেড়ে বেরনোর সময় পার্থ অর্পিতাকে বলেন, “আসি, ভালো থেকো।”এর আগে মঙ্গলবার আদালত কক্ষের বাইরে দেখা হয় পার্থ ও অর্পিতার। চোখাচোখি হয় দুজনের। মুখে হাসি পার্থর। পালটা সলজ্জ হাসি অর্পিতারও। ওইদিন আদালতের বাইরে বিচারপর্ব সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিচারব্যবস্থার উপর ভরসা আছে। সত্য একদিন সামনে আসবে।” উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০২২ সালের ২২ জুলাই, গ্রেপ্তার হন পার্থ ও অর্পিতা। তল্লাশি চালিয়ে অর্পিতার বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়। বর্তমানে জামিনে মুক্ত অর্পিতা। তবে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ। তবে এখনও জেলবন্দি তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *