Breaking News

রাজ্যে জেলায় জেলায় আক্রান্ত হচ্ছে পুলিশ!এবার থেকে পুলিশও গুলি চালাবে,উত্তরবঙ্গে জানিয়ে দিলেন ডিজি রাজীব কুমার

নিজস্ব সংবাদদাতা :- গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।তাঁদের দেখতে এদিন শিলিগুড়ি আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন পুলিশকে গুলি করা হলে পুলিশও এবার ছেড়ে কথা বলবে না। তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।রাজ্যে জেলায় জেলায় আক্রান্ত হচ্ছে পুলিশ। কোথাও ঘিরে ধরে হেনস্থার অভিযোগ উঠছে, তো কোথাও অভিযোগ মারধরের। তারই মধ্যে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় ২ পুলিশকর্মীকে গুলি করে আসামী পালানোর ঘটনায় শোরগোল পড়েছে। প্রাণে বাঁচলেও পুলিশ কি নিজেই নিজেকে নিরাপত্তা দিতে অক্ষম? এই প্রশ্ন তুলছেন অনেকে। এই পরিস্থিতিতে বাহিনীর মনোবল চাঙ্গা করতে ভোকাল টনিক দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার শিলিগুড়িতে আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করে তিনি বলেন, দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ ৪টে গুলি চালাবেন।বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালত থেকে এক আসামিকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। রায়গঞ্জের পথে পাঞ্জিপাড়ার কাছে গাড়িতে থাকা দুষ্কৃতী সাজ্জাদ আলম শৌচাগারে যেতে চেয়ে গাড়ি থামাতে বলে। বারবার সে অনুরোধ করতে থাকায় বাধ্য হয়ে গাড়ি থামায় পুলিশ। সাজ্জাদকে গাড়ি থেকে নামাতেই পুলিশকে লক্ষ্য করে ছুটে আসে পরপর গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। খবর পেয়ে উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশ কর্মীকে হাঁসুয়া নিয়ে তাড়া করে তার বাড়ির লোকজন।এই দুটি ঘটনাতেই যে প্রশাসন উদ্বিগ্ন তা এদিন রাজীব কুমারের বক্তব্যে স্পষ্ট। এদিন তিনি বলেন, “মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু কেউ যদি আমাদের লক্ষ্য করে গুলি চালায় তাহলে আমাদের চারগুণ গুলি চালাতে হবে। খুব কড়া পদক্ষেপ করতে হবে আমাদের। এই বার্তাটা আমি আমাদের সহকর্মীদের দিতে চাই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *