দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ শুক্রবার দুপুরে হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লেগে যায়৷ দাউ দাউ করে জ্বলছে আগুন৷ কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারিপাশ৷ বাসিন্দাদের ওই বহুতল থেকে বাইরে বার করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকলের ছ’টি ইঞ্জিন৷স্থানীয় সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিটের যে বহুতলে আগুন লেগেছে, তাতে অনেক মানুষ বসবাস করেন। মিন্টো পার্কের কাছাকাছি ওই আবাসনের কাছে রয়েছে স্কুল এবং একাধিক হাসপাতাল। গুরুত্বপূর্ণ ওই জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আর্থিক ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। তবে দমকলবাহিনী সূত্রে জানা যাচ্ছে, ওই আবাসনের বাসিন্দাদের বার করে আনা হয়েছে। কেউ আটকে রয়েছেন কি না, দেখা হচ্ছে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুনও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।আবাসিকদের দাবি,গিজার থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়েছে। তার জেরে আগুন লেগে যায়। ওই বহুতলের পাশেই রয়েছে নামী বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রেখেছেন দমকল কর্মীরা। একটি সংবাদমাধ্যমে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, আপাতত ওই বহুতলটির আগুন নিয়ন্ত্রণে। চলছে কুলিং প্রসেস।
Hindustan TV Bangla Bengali News Portal