Breaking News

‘পুলিশের তদন্তই ঠিক ছিল’, আরজি কর কাণ্ডের রায় ঘোষণার পর বিরোধীদের কটাক্ষ কুণাল ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। সেই রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আগামী সোমবার রায় ঘোষণা করা হবে। এদিকে শিয়ালদহ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। তারপরেও তদন্ত নিয়ে উঠছে নানা প্রশ্ন। নাগরিক সমাজ থেকে জুনিয়র ডাক্তাররা এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এদিন পুলিশের ভূয়সী প্রশংসা করে কুণাল বলছেন, ‘পুলিশ সব শক্তি দিয়ে তদন্ত করছিল। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু বাম, অতিবাম, অন্ধ তৃণমূল বিরোধী, চিকিৎসকদের একাংশ যেভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করেছিল। আজকে শিয়ালদহ আদালতের রায়ে প্রমাণ হয়ে গেল, পুলিশের তদন্ত ঠিক পথেই ছিল। মাঝপথে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কলকাতা পুলিশের তদন্তে মান্যতা পেয়েছে।’ কুণাল আরও বলেন, ‘প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া তদন্তের নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি চেয়ে এসেছেন। কিন্তু বাম, অতিবামরা বিভ্রান্ত করে গেছে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *