নিজস্ব সংবাদদাতা :- রহস্যজনকভাবে নিখোঁজ এক কিশোর। শনিবার সন্ধের পর নিখোঁজ খড়দহের রহড়া থানার অরবিন্দ নগরের বাসিন্দা দশ বছরের ছেলে অভয় কুমার দাস।
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্ধে সাতটা নাগাদ রাস্তা দিয়ে অপরিচিত দু’জন মহিলার সঙ্গে হেঁটে যাচ্ছে ওই কিশোর। নিখোঁজ কিশোরের পরিবারের পক্ষ থেকে রহড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিখোঁজ কিশোরের খোঁজ চালাচ্ছে। ফুচকা বিক্রেতা নিখোঁজ কিশোরের মা পুনম দেবী জানান, শনিবার সন্ধেতে ফুচকার দোকানে যাবার সময় তিনি দেখে গেছেন ছেলে বাড়ির সামনে খেলছে। রাতে মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরে দেখে ছেলে ঘরেতে নেই। চারদিক খোঁজ চালিয়েও ছেলের সন্ধান মেলেনি।
Hindustan TV Bangla Bengali News Portal