নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- আরজি কর মামলায় রায়দান হয়েছে। শিয়ালদহ আদালতের বিচারপতি একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছেন। মামলার রায় শুনে আদালত কক্ষেই কেঁদে ফেলেছিলেন নির্যাতিতার বাবা-মা। তবে বিচারককে ধন্যবাদ জানালেও এই রায়কেই ‘সম্পূর্ণ বিচার’ হিসেবে দেখছেন না তাঁরা।
প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মার দাবি ছিল, এই ঘটনায় সঞ্জয় রায় দোষী হলেও একমাত্র জড়িত নন। আরও অনেকে রয়েছে। কিন্তু সিবিআই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। এমনকী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে অখুশিও তাঁরা। শনিবার শিয়ালদহ আদালতের রায় শোনার পর তাঁদের বক্তব্য, অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে। তার উত্তর তাঁরা পাননি। তাই মনে করেন, বিচার এখনও বাকি। রায়দানের পর শিয়ালদহ আদালতের বিচারককে ধন্যবাদ জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেছেন, বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেছিলেন, সেই মর্যাদা তিনি রেখেছেন। তাঁদের কথা শুনে বিচারক বলেন, সোমবার আবার কথা হবে। সেদিন তাঁদের যাবতীয় বক্তব্য শুনবেন তিনি। এরপর আদালত চত্বরের বাইরে এসে তাঁরা বলেন, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছেন। একই সঙ্গে, আরও যারা জড়িত তাঁদেরও সাজা চাইছেন তাঁরা। প্রসঙ্গত, আগামী সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাজা ঘোষণা করবে আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal