Breaking News

১৫ মাসের বকেয়া,জামিন পেয়েই বিধানসভায় বেতন তুলতে এলেন জ্যোতিপ্রিয় মল্লিক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৪ মাস পর গত বুধবার রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক | তদন্ত সূত্রে ২০২৩ সালের ২৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করেছিল ইডি | প্রায় ১ বছর ৩ মাস জেল হেফাজতে থাকার পর অবশেষে জেল থেকে বেরিয়ে যেন শান্তি তাঁর। তবে তাঁর বিরুদ্ধে মামলা এখনও বিচারাধীন। কিন্তু জেল থেকে ফিরে বাড়িতে ঢুকেই তিনি নিজের এলাকা সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন। যতই হোক বিধায়কের দায়িত্ব তিনি পালন করে এসেছেন এতদিন। আর এই আবহে বিধানসভায় ফের দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে |তারপর এক সপ্তাহ না ঘুরতেই সোমবার বিধানসভায় এলেন বালু। তবে এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হতে অস্বস্তি বোধ করেন বালু। কারণ এখনও পর্যন্ত তাঁর মামলা বিচারাধীন তাই এই মামলা নিয়ে কথা বলতে চাননি তিনি।
বালু ঘনিষ্ঠ সূত্রে খবর, ১ বছর ৩ মাসের বকেয়া বেতন তুলতে বিধানসভায় আজ উপস্থিত হন তিনি। জানা যাচ্ছে, এই ব্যাপারে কিছু সই সাবুদ করতে হবে তাঁকে। বকেয়া বেতন তুলতে তাই কোনভাবে সময় নষ্ট না করে আদালতে উপস্থিত হলেন বালু।বিধানসভায় সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। উত্তর চব্বিশ পরগনার জেলার রাজনীতিতে নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ দীর্ঘদিন দিন ধরে জ্যোতিপ্রিয়র বন্ধু। সূত্রের খবর, বালু জামিন পাওয়ার পর গত কদিনে তাঁর সল্টলেকের বাসভবনে যাঁরা দেখা করতে গিয়েছিলেন তাঁদের মধ্যে নির্মল ঘোষ ছিলেন অন্যতম। এছাড়াও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও হাবড়া বিধানসভা এলাকার স্থানীয় নেতারা গিয়ে বালুর সঙ্গে দেখা করেছেন ও তাঁর শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *