Breaking News

‘করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার অর্থ নেই, ফাঁসিই একমাত্র পথ..’!সঞ্জয়ের সাজায় ‘অখুশি’ অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজায় অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, ঘনিষ্ঠ মহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, “সঞ্জয় রায়ের মতো ধর্ষকদের জেলে রাখার কোনও অর্থই নেই। এটা করদাতাদের অর্থ অপচয় ছাড়া আরও কিছুই না।” এদের ফাঁসি হওয়া উচিত, বলছেন অভিষেক। ‘সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই, ফাঁসিই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘সাম্প্রতিক অতীতে কলকাতা ও রাজ্য পুলিশ প্রশংসনীয়ভাবে এই ধরণের একের পর এক মামলায় ১ থেকে ২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দোষীদের প্রত্যেকের ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আর জি কর মেডিক্যালের ক্ষেত্রে তা হল না’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের।প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের ঠিক পরেই ধর্ষকের এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক। বলেন, “এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। সাত দিনের মধ্যে আইন করে এনকাউন্টার করে মারা উচিত দোষীকে।” শুধু তাই নয়, কড়া আইনের লক্ষ্যে রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা’ বিল পাস করে তৃণমূল সরকার। যেখানে ধর্ষণ কাণ্ডে দ্রুত বিচার ও ফাঁসির সাজার বিধান দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *