প্রসেনজিৎ ধর :-বিধ্বংসী আগুন লাগল বারাকপুরের স্টেশন রোড ঘোষপাড়া সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে এলাকার শপিং মলে এই আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যায়, অতীন্দ্র সিনেমা হলের ওই বাড়ির একটি দোকানে ওই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে খাক একটি রেস্তরাঁও। আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় । বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। ব্যারাকপুর স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে আগুন লাগে। রেললাইন থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। জানা গিয়েছে, বস্ত্র বিপণী থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সেসময় ওই শপিং মলে প্রচুর লোক ছিল বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আটকে পড়েছেন কিনা তা জানা যায়নি।ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালায়। কিছুটা নিয়ন্ত্রণে আগুন এলেও ভেতর থেকে গলগল করে ধোয়া নির্গত হওয়ার কারণে যেতে বাধা পান দমকল কর্মীরা। বস্ত্র বিপণী ও রেস্তোরাঁয় দাহ্য পদার্থ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ওই বস্ত্র বিপণীর জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে।অগ্নিকাণ্ডের জেরে ব্যস্ত রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় টিটাগড় থানার পুলিশও। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয়দের অনেকের আবার দাবি, ওই পোশাকের শোরুম থেকে প্রথমে আগুন ছড়ায়। নিচের গোডাউনে প্রচুর সিলিন্ডারও মজুত ছিল বলে জানা গিয়েছে।পুলিশ নিরাপত্তার খাতিরে গোটা এলাকা ঘিরে রাখে। ঘটনাস্থলে যান বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পুরপ্রধান। কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিধায়ক রাজ চক্রবর্তী। শর্টসার্কিট থেকেই কি এই আগুন? নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা? তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ ও দমকলের আধিকারিকরা।
Hindustan TV Bangla Bengali News Portal