দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন। আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। কালই শুনানির সম্ভাবনা। গতকাল আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। বিচারক জানান, এই ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম বলে মনে করছেন না তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া ছিল, “আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।” পরে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণায় আমি হতবাক। আদালতের মনে হয়নি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। বিচারালয় কীভাবে সিদ্ধান্তে উপনীত হল? আমি বিশ্বাস করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই ঘৃণ্যতম অপরাধে দোষীর ফাঁসির সাজা হওয়া উচিত। আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।”মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। এরপর মঙ্গলবার আদালত খুলতেই সঞ্জয়ের সাজা নিয়ে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ফাঁসির সাজার দাবি জানানো হয়েছে। শুনানির দিনক্ষণ এখনও স্থির হয়নি। অন্যদিকে, আজীবন কারাবাসের সাজা থেকে মুক্তির আবেদন নিয়ে সঞ্জয়ও হাই কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা |
