দেবরীনা মণ্ডল সাহা :-জনস্বাস্থ্য কারিগরির পাইপলাইনের কাজ চলছিল। তার জন্য মাটির তলায় নেমেছিলেন চার শ্রমিক। এমন সময় ঘটে গেল দুর্ঘটনা। কাজ করার সময় মাটি চাপা পড়ে যান ওই শ্রমিকরা। তাঁদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। জলের পাইপলাইনের কাজ করার সময় এমন ঘটনা যে ঘটবে তা কেউ কল্পনাও করতে পারছেন না। আসানসোলের সালানপুরে শোকের ছায়া নেমে এসেছে। এখানে ভিন রাজ্যের শ্রমিকও ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শ্রমিকের মধ্যে দুজন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁদের নাম রেজ্জাক শেখ, বয়স ২০ বছর। অন্য জন বছর আঠারোর রোহিত শেখ। আরেকজন মৃত শ্রমিক নিতেশ পাশওয়ান। তিনি কুলটির নিউ রোডের বাসিন্দ। আহত শ্রমিক শামসুল শেখকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও ঝাড়খণ্ডের বাসিন্দা।এদিন সালানপুরের ডালমিয়ার রেল লাইনের সামনে পিএইচই পাইপ লাইনের কাজ চলছিল। প্রায় ১০ ফুট গর্ত করার কাজ চলছিল। গর্ত খুঁড়ে মাটি পাশেই রাখা ছিল। হঠাৎই সেই মাটিমাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ্যে আটকে পড়েন চার শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ঝাড়খণ্ডের দুই বাসিন্দা-সহ তিন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় এক বাসিন্দা ফুচু বাউরি বলেন, “বাড়িতে ছিলাম শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছেন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে জানানো হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।”
Hindustan TV Bangla Bengali News Portal