প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় ফের অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতে কালীঘাটের একটি বাড়িতে আগুন লাগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ কালীঘাট রোডের ৪৩৪ নম্বর বাড়িটি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তেই গোটা বাড়িটি চলে যায় আগুনের গ্রাসে। তড়িঘড়ি সেখানে ছুটে আসেন আশপাশের বাসিন্দার। হুলস্থূল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভিতর থেকে এক যুবককে উদ্ধার করেন দমকল আধিকারিকরা। তাঁকে এসএসকেএম (পিজি) হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায়।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সাম্য ভট্টাচার্য। তিনি এবং তাঁর স্ত্রী কালীঘাটের ওই বাড়িতে বসবাস করতেন। কিন্তু মঙ্গলবার রাতে সাম্য বাড়িতে একাই ছিলেন। স্ত্রী সেখানে ছিলেন না। তবে কেমন করে এই আগুন লাগল? সেটা এখনও স্পষ্ট নয়। এলাকায় এখন শোকের পরিবেশ তৈরি হয়েছে। আজ, বুধবার স্ত্রী ফিরে এসে দেখেন সব শেষ। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট–সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
Hindustan TV Bangla Bengali News Portal