প্রসেনজিৎ ধর :- দীর্ঘ প্রতীক্ষার অবসান | ঘোষিত হল পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ | নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮ দফায় ভোটগ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন | পাঁচ রাজ্যেই ভোটের ফলপ্রকাশ ২ মে | শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা | বাংলার ২৯৪, কেরলের ১৪০, তামিলনাডুর ২৩৪, অসমের ১২৬ ও পুদুচেরির ৩০টি আসনে নির্বাচন এপ্রিল মাসে | পাঁচ রাজ্যে ২.৭ লাখ ভোট কেন্দ্রে মোট ১৮.৬৮ কোটি ভোটার ভোট দেবেন |
- পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৭ মার্চ|
- প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ |
- পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান |
- দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল |
- দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ |
- বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান |
- তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল |
- তৃতীয় দফায় ৩১ টি আসনে ভোটগ্রহণ |
- হাওড়া পার্ট ওয়ান, হুগলী পার্ট ওয়ান,দক্ষিণ ২৪ পরগনা পার্ট টু |
- চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল |
- চতুর্থ দফায় ৪৪ টি আসনে ভোটগ্রহণ |
- হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি,কোচবিহার, আলিপুরদুয়ার |
- পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল|
- পঞ্চম দফায় ভোটগ্রহণ ৪৫ টি আসনে|
- উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ|
- ষষ্ঠ দফায় ভোটগ্রহণ ২২ এপ্রিল |
- ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ
- উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু, উত্তর দিনাজপুর |
- সপ্তম দফায় ভোটগ্রহণ ২৬ এপ্রিল |
- সপ্তম দফায় নির্বাচন ৩৬টি আসন |
- মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর
- অষ্টম দফায় নির্বাচন ২৯ এপ্রিল |
- অষ্টম দফায় নির্বাচন ৩৫টি আসনে
- মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর|
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী জঙ্গলমহলের জেলাগুলি দিয়েই এবার পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হচ্ছে | প্রথম দুই দফাতেই জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট হবে | শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণার ভোট হবেই তিন ভাগে | অসমে তিন দফায় ভোট হবে ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল | কেরলে একদিনেই সব বিধানসভার ভোট গ্রহণ হবে ৬ এপ্রিল | কেরলের মতো তামিলনাড়ুতেও ২৩৪ আসনে একদিনেই ভোট হবে ৬ এপ্রিলেই | পুদুচেরির ৩০ আসনেও ৬ এপ্রিলই ভোটগ্রহণ হবে | ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল |