Breaking News

মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য নারায়ণ গোস্বামীর! কড়া পদক্ষেপের পথে তৃণমূল

নিজস্ব সংবাদদাতা :- তৃণমূল কংগ্রেসের বিধায়ক নারায়ণ গোস্বামীর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে| সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে মহিলাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্য করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে | জানা গিয়েছে, বিধায়কের এ ধরনের আচরণ কোনও ভাবেই সমর্থন করছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস | এরপরই উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে দলের প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে দল।মঙ্গলবার অশোকনগর উৎসবের মঞ্চে মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল। অভিযোগ, তার আগে মত্ত অবস্থায় মঞ্চে ওঠেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মঞ্চে উঠে নানা রকম কুরুচিকর মন্তব্য করেন তিনি। দলীয় কর্মীদের নাম করে করে নানা রকম অশালীন কথা বলতে থাকেন। অশালীন অঙ্গভঙ্গিও করেন তিনি। এমনকী মহিলাদের নাম করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিধায়ক। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক ছড়ায়। এই প্রথম নয়, মাস কয়েক আগে বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নারায়ণ গোস্বামীকে সতর্ক করেন। বলেন, তুমি নিজের বিধানসভা এলাকার বাইরে বেশি নাক গলিও না।এ বিষয় নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জানান, “দিন কয়েক আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী অনুষ্ঠানের মঞ্চ থেকে অসৌজন্যমূলক কথা বলেন। অসৌজন্যমূলক আচরণ করেছেন। এই আচরণ দল কোনওভাবেই অনুমোদন করে না।” তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *