প্রসেনজিৎ ধর :- বিচারে খুশি নয় নির্যাতিতার পরিবার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয় |কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। নিহতের পরিবারের দায়ের করা আবেদনের শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। আগামী বুধবার, ২৯ জুন পরবর্তী শুনানি।মঙ্গলবার জানা গিয়েছিল, বুধবার আরজি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে | বুধবার শুনানির ক্রমতালিকায় ৪২ নম্বরে ছিল আরজি কর মামলা। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। এদিন নির্যাতিতার আইনজীবী করুণা নন্দী বিচারপতিদের বলেন, শিয়ালদহ আদালতের রায়ের পর এই মামলার দ্রুত শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই মামলার আজই শুনানি হোক।জবাবে প্রধান বিচারপতি বলেন, বেলা ২টোর মধ্যে সমস্ত পক্ষ আদালতে হাজির থাকলে তবেই মামলার শুনানি সম্ভব। বেলা ২টোয় আদালতের কাজ শুরু হলে প্রধান বিচারপতি বলেন, এই মামলা সংক্রান্ত ৩টি আবেদন আদালতে জমা পড়েছে। এ ব্যাপারে সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুনানি ২৯ জানুয়ারি ফের শুনানি হবে এই মামলায়।
