Breaking News

হেলে গেল পরপর দুটি আবাসন! বিধাননগর ও বাগুইআটিতে হেলে পড়ল তিনটি ফ্ল্যাট, আতঙ্ক এলাকায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঘাযতীন, ট্যাংরার পর এবার বিধাননগর এবং বাগুইআটি। বৃহস্পতিবার নতুন করে আরও দুটি এলাকায় তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যে পুরসভাতে দায়ের হয়েছে অভিযোগও।পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ল বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়। অন্যদিকে, ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়েছে। দুই এলাকায় এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনায় শোরগোল পড়তেই আসরে নেমেছেন দুই কাউন্সিলর। তাঁদের দাবি, এসব আবাসন অনেক আগেই নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে। এনিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লিতে পরপর দুটি বিল্ডিং হেলে পড়ার বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি এমনই যে একটি আবাসন আরেকটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে মনে হচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বাড়ি দুটি দেখতে যান। বিপজ্জনক ঘটনার কথা জানিয়ে বিধাননগর পৌরনিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর।নেতাজি পল্লিতে পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির উপরে গড়ে উঠেছিল দুটি বহুতল। আর সেই কারণেই কয়েক বছরের মধ্যেই বাড়ি দুটি একে অপরের দিকে হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে। বাড়ির মালিক মিঠুন করকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি। তবে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, জীবনহানিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল। সেইমতো তিনি বিধাননগর পৌরনিগমকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। তবে তাঁর দাবি, তাঁর সময়ে এসব বিল্ডিং তৈরি হয়নি।এর আগে গত সপ্তাহে বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়ে। ইতিমধ্যে সেটি ভেঙেও ফেলা হয়েছে। তারপরই সামনে আসে ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঘটনা। সেখানেওমুখোমুখি দুটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। তা ভাঙার নির্দেশও দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে আবাসনের বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *