নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ব্যারাকপুরে শুটআউট কাণ্ডে ধৃত তিন। ধৃতদের নাম শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি। বুধবার দুপুরে শুটআউটের ঘটনার পর রাতেই তিন জনকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে বৃহস্পতিবার ব্যারাকপুর নগর দায়রা আদালতে হাজির করানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনজনের সঙ্গেই গুলিবিদ্ধ যুবকের বন্ধুত্ব ছিল। তিন, চারদিন আগে কোনও একটি কারণে ঝামেলা হয় তাঁদের মধ্যে। বুধবার বিকেলে বারাকপুর চিড়িয়ামোড় এলাকা সংলগ্ন পাইপরোডের এক পরিত্যক্ত জমিতে আচমকাই শুটআউট হয়। বাইক নিয়ে দুষ্কৃতীরা এসে মহম্মদ ইমদাদ নামে এক যুবককে গুলি করে চম্পট দিয়েছিল তিন দুষ্কৃতী। তাঁর বুকে, পায়ে গুলি লাগে। প্রথমে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলঘরিয়ার হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে চিকিৎসা চলছে তাঁর। আপাতত স্থিতিশীল মহম্মদ ইমদাদ।বারাকপুর পুলিশ কমিশনারেট তদন্তে নামে। আক্রান্ত যুবক মহম্মদ ইমদাদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে সোদপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম শেখ কৌসর ওরফে আরিয়ান, কুলদীপ দাস ওরফে চুয়া এবং দীপক বাল্মীকি। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায়, গুলিচালনার মোটিভ ঠিক কী ছিল এবং আর কারা যুক্ত। তবে ডিসি, সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, আগে ধৃতদের সঙ্গে আক্রান্ত যুবকের বন্ধুত্ব ছিল। তিন-চারদিন আগে কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তার জেরেই এই ঘটনা। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা সংক্রান্ত গন্ডগোলের জেরেই ইমদাদকে খুনের চেষ্টা করা হয়।ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায়, গুলিচালনার মোটিভ ঠিক কী ছিল এবং আর কারা যুক্ত। তবে ডিসি, সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, আগে ধৃতদের সঙ্গে আক্রান্ত যুবকের বন্ধুত্ব ছিল। তিন-চারদিন আগে কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, তার জেরেই এই ঘটনা। ধৃতদের জেরা করে গোটা বিষয়টি জানতে চাইছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal