প্রসেনজিৎ ধর, কলকাতা :-রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণকারীরা স্টেডিয়ামের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। দেহটি কম্বল চাপা দেওয়া ছিল। প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকটিকে মাঝেমধ্যেই রবীন্দ্র সরোবর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। কী কারণে যুবকটির মৃত্যু হল তাঁ জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।স্থানীয় সূত্রে খবর, ওই যুবককে অনেক সময়ই রবীন্দ্র সরোবরে আসতে দেখেছেন কেউ কেউ। তবে তাঁর পরিচয় জানেন না তাঁরা। যুবকের বয়স ৩৫ বা কিছু বেশি হবে। তাঁকে এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। এদিন স্টেডিয়ামের নীচের বারান্দায়, কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা গেছিল যুবককে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে সে ঘটনা স্টেডিয়ামের মধ্যেই ঘটেছে না অন্য কথাও তাকে খুন করে দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয় পুলিশের কাছে। ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেছিল। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে গোটা বিষয়টি স্পষ্ট হতে পারে। খুনের প্রসঙ্গ উঠলেও যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাই ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হবে |
Hindustan TV Bangla Bengali News Portal