প্রসেনজিৎ ধর, কলকাতা :- বঙ্গ বিজেপিতে এখন তালমাতাল অবস্থা তৈরি হয়েছে। কারণ দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যেকার দ্বন্দ্বে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে সংগঠন। রাজ্যের দুই শীর্ষ নেতার মধ্যে এই বিভাজন তৈরি হওয়ায় সাধারণ কর্মীরা যে অস্বস্তি বোধ করছে, সেটা উল্লেখ করে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ই-মেল করেছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি সামসুর রহমান।২০২৫ সালেই যে পরিস্থিতি তৈরি হল তাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রভাব পড়তে পারে। যদি না ড্যামেজ কন্ট্রোল করা যায়। এই বিষয়টি এখন বঙ্গ–বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বাতলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ফেব্রুয়ারি মাসেই নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে নয়াদিল্লি। তার আগে শুভেন্দু–সুকান্তর দূরত্ব বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত সোমবার সল্টলেকের এক হোটেলে সাংগঠনিক বৈঠক করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা। তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে খোঁচা দিয়েছিলেন সুকান্ত।এইমুহূর্তে দলের সাংগঠনিক নির্বাচন চলছে। ফেব্রুয়ারিতেই নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে দিল্লি। ঠিক তার আগে শুভেন্দু ও সুকান্তর মধ্যে দূরত্ব তৈরি হওয়া নিয়ে নানা রাজনৈতিক জল্পনা সামনে আসছে।
Hindustan TV Bangla Bengali News Portal