দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার সাধারণতন্ত্র দিবস ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রেড রোড সহ শহরের প্রতিটি প্রাণকেন্দ্র। জাতীয় ছুটি এবং রবিবার। কাল রেকর্ড মানুষের ঢল নামবে রাজপথে। অনুমান কলকাতা পুলিশের। অনেকেই কুচকাওয়াজ দেখতে আসবেন। অনেকে কলকাতা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে ঘুরতে যাবেন। ফলে যানবাহনের চাপ কাল বেশি থাকবে শহরে। তেমনই অগণিত মানুষের ঢল থাকবে রাস্তায়। ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছে অনুপ্রবেশকারী। তাই এবার প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি।রেড রোডে কুচকাওয়াজে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য ও সেনা প্রশাসনের শীর্ষকর্তারা। রবিবার রেড রোডে নিরাপত্তায় ২৩০০ পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড চত্বর এবং সংলগ্ন এলাকাজুড়ে ২৩০০ অতিরিক্ত বাহিনীকে মোতায়েন থাকবে। এছাড়াও থাকবেন ২ জন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক, ৪ জন জয়েন্ট সিপি, ২২ জন ডিসি এবং ৪৬ জন এসিপি পদমর্যাদার আধিকারিক। সঙ্গে থাকবেন ১১৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার কুচকাওয়াজের প্রস্তুতি।১১টি ওয়াচ টাওয়ারে নজরদারি চালানো হবে। রাখা হচ্ছে বালির বস্তার বাঙ্কারও। এছাড়া নিরাপত্তার স্বার্থে শহরজুড়ে থাকছে কুইক রেসপন্স টিম, এইচআরএফসি, আরএফএস এবং পিসিআর ভ্যান। সাধারণতন্ত্র দিবসেও শহরে বাইরের প্রচুর লোকজন ঢোকে। কলকাতার দ্রষ্টব্য স্থান যেমন আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, জাদুঘরে দর্শকদের ভিড় থাকে। রবিবার সেখানেও বাড়তি পুলিশ থাকছে।
Hindustan TV Bangla Bengali News Portal