দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল ছিল এসএফআই কর্মী-সমর্থকদের। রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক দাবিতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। সেই অভিযান ঘিরেই জটিল হল পরিস্থিতি।শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং রাজ্যের শিক্ষার পরিকাঠামোর অবনতির অভিযোগ তুলে সোমবার বিকাশ ভবন অভিযান করেছিল এসএফআই। সেই অভিযান ঘিরে তুলকালাম বিকাশ ভবন চত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এসএফআই কর্মী, সমর্থকরা। সংঘাতের জেরে অনেক কর্মীদের আটক করা হয়েছে। তৃণমূল সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে কী কাজ করেছে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তাঁর ‘রিপোর্ট কার্ড’-এ কত নম্বর পেলেন তা প্রকাশ করেছিল সিপিআইএমের ছাত্র সংগঠন। দেখানো হয়েছিল, সবেতেই শূন্য পেয়েছেন শিক্ষামন্ত্রী। সেই রিপোর্ট কার্ড নিয়েই এদিন বিকাশ ভবন অভিযান করে এসএফআই। তবে ভবনের কাছাকাছি আসতেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁদের।
পুলিশ কার্যত জোর করে এসএফআই কর্মী সমর্থকদের সরানোর চেষ্টা করে। একের পর এক এসএফআই কর্মী সমর্থকদের জোর করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।এসএফআইয়ের অভিযোগ পুলিশ এদিন লাঠিচার্জ করেছিল। তার জেরে একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। আন্দোলনকারী নেতারা বলেন, আমরা তো পুলিশের উপর আক্রমণ করতে যাইনি। আমরা ভাঙচুর করতে চাইনি। আমরা তৃণমূল বিজেপি নই। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করকে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিচার্জ করল।অপর এক এসএফআই নেতা বলেন, আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে শূন্যর মার্কশিট আমরা দেবই। আমরা তাকে শূন্য মার্কশিট দেব। আমরা নিরস্ত্র অবস্থায় এসেছি। আমরা ভাঙচুর করার লোক নই। আমরা ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করিনি। পুলিশ জোর করে আমাদের সরায়। পুলিশ আমাদের লাথি মেরেছে। সাধারণ ছাত্রছাত্রীরা কয়েকটা কথা বলতে এসেছিলেন।তাদের লাঠিচার্জ করা হল।
Hindustan TV Bangla Bengali News Portal