প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার | সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে পরিবারের আইনজীবী এমনই জানালেন বলে খবর। এদিন সওয়াল-জবাবে আইনজীবী শামিম আহমেদের আরও বক্তব্য, কন্যাহারা পরিবার চায় না যে দোষীর সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হোক। বরং তাঁদের দাবি, ‘প্রকৃত অপরাধী’রা অধরা, তাদের তদন্তের আওতায় আনা হোক। নিহতের বাবা জানান, যারা অপরাধী, তারা সকলে গ্রেপ্তার হোক, এই তাঁদের দাবি। সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টে সিবিআই সওয়াল করেছিল, রাজ্য ফাঁসির আর্জি করে মামলা করতে পারে না। কিন্তু এই দাবির পাল্টা রাজ্য ১৯৭৬, ২০০৩, ২০১০ সালে সুপ্রিম কোর্টের দেওয়া তিনটি নির্দেশনামা উল্লেখ করে বলে তাঁরা বলে এই আর্জি করতে পারে। এদিকে নির্যাতিতার বাবা হাইকোর্টের শুনানির পর সাংবাদিকদের সামনে বলেন, মেয়ের বিচার পাওয়াটাই তাঁদের কাছে আসল লক্ষ্য। যেভাবে মেয়ের বিচার পাওয়া যায় তাতেই তাঁদের সমর্থন রয়েছে। তবে সঞ্জয় রায়ের ফাঁসি চান কী চান না, সেই ব্যাপারে তাঁদের আইনজীবী বিশ্লেষণ করেছেন বলে জানান তিনি।কলকাতা হাইকোর্টের শুনানির নির্যাতিতার বাবা-মা বক্তব্য, রাজ্য এবং কেন্দ্রের আবেদন সংক্রান্ত এই মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চান না তাঁরা। তবে দুই পক্ষের আবেদন নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। আবেদন গ্রহণ হবে কিনা, সে ব্যাপারেও তাঁরা কিছু বলতে চান না। বিষয়টি আদালত ঠিক করবে। নির্যাতিতার বাবা বলছেন, ‘আসল অপরাধীরা কঠোর শাস্তি পাক এটাই চাই। তার জন্য যা করতে হবে, তাই করব। সঞ্জয় একা দোষী নয়, আরও অনেকে আছে। তাঁদেরও ধরা হোক।’এদিনও রাজ্য পুলিশ এবং সিবিআই-এর তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার পরিবার। তাঁদের কথায়, রাজ্য পুলিশ তো তদন্তে ডুবিয়েছিলই, সিবিআই-ও তাই করেছে। আর এর প্রমাণ শিয়ালদহ আদালতের নির্দেশনামাতেও রয়েছে। তবে আদালত তথা বিচার ব্যবস্থার ওপর তাঁদের ভরসা আছে বলেই জানান।
