দেবরীনা মণ্ডল সাহা :- ট্যাব দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার। পুলিশের জালে চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক।অভিযোগ, বাড়িতে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট চালানোর নাম করে গ্রাহকদের ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে প্রতারণার জাল বুনেছিল সে। পড়ুয়াদের ট্যাবের টাকাও হাতিয়েছিল।বুধবার ট্যাব দুর্নীতির মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধরেছে চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। গোটা প্রতারণার নেপথ্যে একটা চক্র তৈরি করে এই ট্যাব দুর্নীতি করা হয়েছিল।এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজের বাড়িতে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট চালানোর মোড়কে গ্রাহকদের ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে প্রতারণার জাল তৈরি করেছিলেন চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পড়ুয়াদের ট্যাবের টাকাও হাপিস করে দেওয়ার পিছনে এই মাস্টারমাইন্ডই ছিল। বেশ কয়েকটি স্কুলে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার মধ্যেই বড় মাথা ছিল চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ট্যাব প্রাপকদের অ্যাকাউন্ট নম্বর মুছে সেখানে অন্য অ্যাকাউন্ট নম্বর ভরে দেওয়া হয়েছিল। আর তারপরই নির্দিষ্ট সময়ে ওই অ্যাকাউন্টে টাকা চলে আসে। এভাবেই বিপুল পরিমাণ টাকা হস্তগত করেছিলেন ওই প্রধান শিক্ষক বলে অভিযোগ।এই ট্যাব কেলেঙ্কারির পর রাজ্য সরকারের বদনাম হতে শুরু করেছিল। তখন সাইবার ক্রাইম পুলিশ বিষয়টি তদন্ত করতে নামে। তদন্তে একাধিক প্রধান শিক্ষকের নাম উঠে আসে। এখন তাঁরা জেলে আছেন। কিন্তু মাস্টারমাইন্ডকে ধরা যায়নি। এই পরিস্থিতিতে তদন্ত জারি রেখেছিল পুলিশ। এবার সে ধরা পড়েই গেল। চোপড়ার মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে নেপথ্যে আছেন তা প্রথমে কেউ কল্পনাও করতে পারেননি। এখন সবাই জানতে পেরে স্তম্ভিত, হতবাক।
Hindustan TV Bangla Bengali News Portal